প্রকৃতির কবিতা

            সন্ধ্যা হয়

       লেখক: জীবনানন্দ দাশ

সন্ধ্যা হয়-চারিদিকে শান্ত নীরবতা;
খড় মুখে নিয়ে  এক শালিক
যেতেছে উড়ে চুপে;
গোরুর গাড়িটি যায় মেঠো পথ
বেয়ে ধীরে ধীরে;
আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তূপে ;
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রুপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে।

          তোমার বুকের থেকে

            লেখক: জীবনানন্দ দাশ

তোমার বুকের থেকে  একদিন চলে যাবে তোমার সন্তান
বাংলার বুক ছেড়ে চলে যাবে;যে ইঙ্গিতে নক্ষত্রও ঝরে,
আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে
ডুবে যায়,-কুয়াশায় ঝরে পড়ে দিকে-দিকে রুপশালী ধান
একদিন ;-হয়তো বা নিমপেঁচা অন্ধকারে গা'বে তার গান
আমারে কুড়ায়ে নেবে মেঠো ইদুঁরের মতো মরণের ঘরে-
হৃদয়ে ক্ষদের গন্ধ লেগে আছে আকাঙ্খার তবু ও তো
চোখের উপরে নীল,মৃত্যু উজাগর-বাঁকা চাঁদ, শূন্য মাঠ,শিশিরের ঘ্রাণ।


Next Post
No Comment
Add Comment
comment url