পঞ্চপদী ছড়ার বৈশিষ্ট্য

লিমেরিক একটি বিশেষ ধরনের ছন্দ ভিত্তিক রচনা শৈলী। যা ইংরেজি নার্সারী রাইম থেকে উৎপত্তি। প্রথম দুটি চরণ ও শেষ চরণ মিল থাকবে এবং আকারে হবে বড়ো। মাঝের চরণগুলো হবে অন্য অন্তমিলে ও আকারে ছোট। লিমেরিকের ছন্দ হবে স্বরবৃত্তে। পুরো কবিতায় একটি  হাসির আভাস থাকবে যা শেষ লাইনে বেশি প্রতিয়োমান হবে। 

লিমেরিকের বৈশিষ্ট্য:

অন্তমিল হবে ক,ক খ,খ ক                        
৪/৪/৪/৪    
৪/৪/৪/৪                                                      
৪/৪     
৪/৪                                                                              ৪/৪/৪/৪
১ম,২য় ও ৫ম লাইনে স্বরবৃত্তে ছন্দে ১৬ মাত্রা 
ও ৩য়,৪র্থ লাইনে স্বরবৃত্তে ছন্দে ৮ মাত্রা রাখতে হবে।

লিমেরিকের ইতিহাস:

লিমেরিক আয়ারল্যান্ডের একটি জায়গার নাম, ফ্রান্সের সৈন্যদলের আইরিশ ব্রিগেডিয়াররা ওই লিমেরিকে অবস্থান কালে এই রকম ছড়ার গান গাইত, সেখানে ধূয়োর মত শেষ লাইনে থাকত এই কথাটি “ Let us come up to Limerick” সুর করে কোরাসের মাধ্যমে, গাওয়া হতো এই ধরনের গান । সৈন্যরা লিমেরিকের 
এই ধরনটার অনুকরনে মুখে মুখে ছড়া তৈরী করে গান গাইত। যুদ্ধ শেষে যে যার বাড়ী চলে গেল গান শুনাতো তাদের ভাবী বংশধরদের। “Let us come to Limerick” এ শেষ কথাটি “Limerick” বলে ছড়াগুলোর নাম হয়ে গেল লিমেরিক।
লিমেরিকের উদাহরণ :
There was an Old Person of Dean,
Who dined on one pea and one bean;
    For he said, "More than that 
    Would make me too fat,"
That cautious Old Person of Dean. 
দাঁতনবাসী এই বুড়োটার নামটি প্রতুল জানা,
ডিনার খেত একখানা বিন একটা মটর দানা।
    স্বল্পাহারের কারণটা তার সোজা,
   "এর বেশিতে জমবে মেদের বোঝা;"
স্বাস্থ্যচেতন এই বুড়োটার বেশি আহার মানা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url