কবিতায় আমি
বিভাবরী নও
লেখক: স্বপ্নচারী
জানি তুমি বিভাবরী নও
তবু কেন মায়াতে ভরাও
স্বপ্নের মায়াজাল বুনে
হৃদয়ের প্রেম আভরণে
ছুয়ে যাও গোপনে গোপনে
জোছনার আলোকের বানে
ছুয়ে যাও মোরে আনমনে
রাতের ফুল ঝরা বনে
থাকো তুমি সুবাসে মেতে
দেখা দাও রাঙ্গা প্রভাতে।
অভিমানিনী
লেখক: স্বপ্নচারী
আমার প্রিয়ার অভিমানে ঝরে ফুলের দল
শিশির ভেজা কদমকলি অশ্রুতে টলমল
হিজল বনে শাখায় শাখায়
আলোকলতার প্রান্ত দিশায়
বিরহে পিক গায়
নামহারা কোন পথের পানে
বনের ও ফুল সুবাস হানে
শিমুল,পলাশ তার সহিতে ঝরছে অবিরল।