মুসলমানদের প্রথম কিবলা আল-কুদস
মসজিদুল আকসা বায়তুল মোকাদ্দাস নামে পরিচিত। এছাড়া এটির আরও সাতটি নাম হলো- মসজিদুল আকসা, বায়তুল মোকাদ্দাস, আল-কুদস, মসজিদে ইলিয়া, সালাম, উরুশলেম ও ইয়াবিস।
নির্মাণ:
মসজিদুল আকসার নির্মাণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। একদল ইতিহাসবিদ মনে করেন, মসজিদুল আকসা মূলত, হযরত আদম(আ:) এর হাতে তৈরি হয়। অনেকে মনে করেন, হযরত সুলায়মান (আ:) এই মসজিদ নির্মান করেন। অন্য আরেকটি তথ্য হলো, হযরত ইবরাহিম (আ:) কর্তৃক কাবাঘর নির্মাণের ৪০ বছর পর তার দৌহিত্র হযরত ইয়াকুব (আ:) মসজিদুল আকসা নির্মাণ করেন।
মসজিদুল আকসার মর্যাদা:
মসজিদুল আকসা পৃথিবীর অন্যতম প্রাচীন মসজিদ। মসজিদুল আকসায় ইবাদত করার অনেক সওয়ার রয়েছে। মহানবী (স:) বলেছেন, যে ব্যক্তি মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামে হজ-ওমরাহ পালনে যাবে, তার আগের পরের সবাই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বা তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে।
ইসলামের প্রথম কিবলা:
আবদুল্লাহ ইবনে আব্বাস (র:) বলেছেন, মহানবী (স:) মক্কায় থাকাকালে কাবা ঘরকে সামনে রেখে বায়তুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর ১৬ মাস পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তাই বায়তুল মোকাদ্দাসকে ইসলামের প্রথম কিবলা বলা হয়।
শেষকথা:
মসজিদুল আকসার গুরুত্ব অনেক। পবিত্র কোরআনে একাধিক আয়াতে আল্লাহ তা'আলা এই ভূমিকে বরকতময় ও পবিত্র বলেছেন। মিরাজের রাতে মহান আল্লাহ বিশেষ বাহনে বোরাকে করে নবীজিকে মসজিদুল আকসায় নিয়ে আসেন। এমনকি ইহুদিদের কাছেও মসজিদুল আকসার গুরুত্ব অনেক।